হারুনর রশিদ, মহেশখালী :
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পাহাড়ী এলাকায় প্রায় ২ হাজার লিটার বাংলা মদ ও মদ তৈরীর সরমঞ্জাম সহ ২ জনকে আটক করেছে মহেশখালী থানার পুলিশ। ১৫ জুলাই শনিবার দিন বিকাল ৫ টার সময়।
গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এস আই শাওন দাশ এর নেতৃত্বে এস আই শাহেদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মহেশখালী পৌরসভাস্থ বানিয়াকাটা এলাকার মৃত জালাল আহমদের ছেলে নজির আহমদ(৬০). ছোট মহেশখালী ইউপির সিপাহীপাড়া গ্রামের মৃত বদর মিয়ার ছেলে রফিক উদ্দীন(৩০) কে আটক করে মহেশখালী থানায় নিয়ে আসে পুলিশ।
পাহাড় থেকে মদ ও মদ তৈরীর সরমঞ্জাম সহ দুই মদ তৈরীকারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রদীপ কুমার দাশ জানান- আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পাহাড়ের গভীর অরণ্যে অবৈধ ভাবে বাংলা মদ তৈরী ও বিক্রি করে আসছে। অবশেষে এই মদ তৈরী কারীদের অবসান হয় পুলিশের হাতে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।