খালেদ হোসেন টাপু, রামু:
রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের থোয়াইঙ্গা কাটা এলাকায় নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে প্রাণ হারিয়েছেন কৃষক সোলাইমান মিস্ত্রী (৭০) ।

শনিবার (১৫ জুলাই) সকাল ৬ টার দিকে খুনিয়া পালং ইউনিয়নের থোয়াইঙ্গা কাটা এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রীতি থোয়াইঙ্গা কাটার এলাকার বাসিন্দা মৃত অলি আহমদের ছেলে কৃষক সোলাইমান মিস্ত্রী তার বাড়ির পাশে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করতে পুরো ধানের বীচতলাকে বিদ্যুতের তার দিয়ে ঘিরে বিদ্যুৎ সংযোগ দেয়। রাতে সেই বিদ্যুৎ সংযোগ চালু করে সকালে আবার বন্ধ করে। সকালে বাড়িতে বিদ্যুৎ না থাকায় ভূলবশত বীচতলা বিদ্যুৎতের সংযোগ বন্ধ করেননি। হঠাৎ বিদ্যুৎ চলে আসে।

পরে স্ত্রী মেহের খাতুন (৫৫) বীচতলা ধানের চারা তুলতে গেলে হঠাৎ সে বিদ্যুৎতের ফাঁদে বিদ্যুৎতায়িত হলে দ্রুত স্ত্রী মেহের খাতুনকে টেনে তোলার সময় বিদ্যুৎস্পর্শে হয়ে প্রাণ হারান কৃষক সোলাইমান। তবে মেহের খাতুন প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন।

এদিকে বিকেলে থোইয়াঙ্গা কাটা জামে মসজিদের মাঠে নিহত সোলাইমানের নসামাজের জানাযা অনুষ্ঠিত হয়।