সংবাদ বিজ্ঞপ্তি :
শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পার্শ্বে পত্রিকা বিক্রিকালে পূর্ব শত্রুতার জের ধরে জেলা সংবাদপত্র হকার সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলামের উপর হামলা চালিয়েছে দুর্বত্তরা। গত ১২ জুলাই বুধবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
সদর মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শহিদ পত্রিকা বিক্রি করতে শহীদ মিনার রোডে যায়। সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা পশ্চিম বাহারছড়ার মোহাম্মদ ইউনুছের পুত্র মোস্তফা ছিদ্দিক প্রকাশ মুন্না, আবু বক্কর প্রকাশ রানা ও মোঃ ইউনুছ তার গতিরোধ করে। এসময় শহিদ কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মাটিতে ছুড়ে ফেলে দেয় তার কাছে থাকা বিভিন্ন পত্রিকা। ভাংচুর করা হয় তার পত্রিকা বিক্রির কাজে ব্যবহৃত মোটর সাইকেল। এসময় শহিদের কাছ থেকে হামলাকারীরা তার মোবাইল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার শোরচিৎকারে পথচারিরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তার সহকর্মী সিরাজুল ইসলাম ও নুরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশকে ফোন করে। খবর পেয়ে সদর মডেল থানার এসআই ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন করে আহত শহিদকে হাসপাতালে পাঠায়। এব্যাপারে ওইদিন সন্ধ্যায় শহিদ বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এদিকে তার উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ উপজেলার সংবাদপত্র হকার সমিতির নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।