দ্বীপ উপজেলা কুতুবদিয়া ও মহেশখালীর সর্বস্তরের জনগণের দীর্ঘদিনের একটা জোরালো দাবী হচ্ছে কুতুবদিয়াসহ মহেশখালীর বিভিন্ন স্থানে স্থায়ী ও টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা। ১৫ জুলাই শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই দাবীতে একটা “মানব বন্ধন” কর্মসূচি আয়োজন করতে করেছে কুতুবদিয়া সমিতি চট্টগ্রাম। কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের একজন আজীবন সদস্য হিসেবে আমি তাদের এই গণদাবীর ব্যাপারে সফলতার সাথে একাত্মতা প্রকাশ করছি। নবম জাতীয় সংসদে মহেশখালী- কুতুবদিয়া আসনের এমপি থাকাকালীন আমি বেড়ীবাঁধ রক্ষায় অনেক কাজ করেছি। টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবীতে এখনো সোচ্চার আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমি, কুতুবদিয়া সমিতি চট্টগ্রাম এর আজকের মানব বন্ধন কর্মসূচির সর্বাত্মক সফলতা কামনা করছি এবং সরকারের নিকট তাদের এই গণদাবী অবিলম্বে বাস্তবায়নের জন্য আহবান জানাচ্ছি।
এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ
সাবেক সংসদ সদস্য (মহেশখালী-কুতুবদিয়া)
সহকারী সেক্রেটারী জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী
আজীবন সদস্য, চট্টগ্রামস্থ কুতুবদিয়া সমিতি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।