কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের মেধাবী ছাত্র দেলোয়ার হোসেন দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ ১০ মাস ধরে তিনি মৃত্যু শয্যায়। তাকে বাঁচাতে চিকিৎসায় তার পরিবার ইতিমধ্যেই প্রায় ১০ লাখ টাকা ব্যয় করেছে। চট্রগ্রামে গিয়ে একটা ইনজেকশন দিতেই খরচ হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। চিকিৎসা ব্যয়ে তার পরিবার এখন এক প্রকার নিঃস্ব হয়ে গেছে। তাকে বাঁচাতে সমাজের সচেতন বিবেকবান বিত্তশালী লোকজন ও সহপাঠিরা এগিয়ে আসুন। বেঁচে থাকতে সকলের সহযোগিতা কামনা করেছেন এ মেধাবী ছাত্র। দেলোয়ার হোসেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা নয়াপাড়ার আবুল হোছেন এর পুত্র। সার্বিক যোগাযোগ ও বিকাশ নাম্বার ০১৮৫৫৪৩১১৯৫ (ইউনুছ)
ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র দেলোয়ারকে বাঁচাতে এগিয়ে আসুন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে