১৫ দিনেও হদিস মিলেনি
শাহীনশাহ, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে অপহৃত কিশোর নজির আহমদের মুক্তির দাবীতে এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন করা হয়েছে। ১৪ জুলাই বিকাল ৩ টায় হোয়াইক্যং বাজারের প্রধান সড়কে শত শত এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অপহৃতের পিতা আবু তাহের, এসএম কোরবান আলী খান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এসএম সাব্বির আহমদ, আবুল বশর, আওয়ামীলীগ নেতা আলী আজগর প্রমূখ।
বক্তরা বলেন, স্থানীয় থিমং চাকমার কিশোরী চুইং চাকমার সাথে প্রেম ঘটিত বিরোধের জের ধরে গত ৫ জুলাই সকাল ১১ টায় হোয়াইক্যং ইউনিয়নের লাতুরীখোলায় আবু তাহেরের ছেলে নজির আহমদ (১৬) অপহরণ করা হয়। এই কিশোরকে অপহরণ করেন একই এলাকার থিমং চাকমা, চিমং চাকমা, লাতুরী চাকমা, পলাশ চাকমার নেতৃত্বে আরো কয়েকজন মিলে তাকে অপহরণ করা হয়। অবিলম্বে এই কিশোর মুক্তির দাবী করেন তাঁরা। পাশাপাশি টেকনাফ থানায় এখনো পর্যন্ত মামলা রেকর্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
এ দিকে অহৃত কিশোরের পিতা আবু তাহের বাদী হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করে। এ প্রসঙ্গে এসআই মোক্তার হোসেন ভুইয়া বলেন, স্পর্শকাতর বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ভিকটিমকে উদ্ধারে বিভিন্ন তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। তবে এ সংক্রান্ত মামলা রেকর্ডের বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি।