এস. এম. তারেক, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলাধীন জালালাবাদ ইউনিয়নের দঃ লারাবাক গ্রামের বিশিষ্ট মুরব্বী আবদুল আজিজ (৭২) শুক্রবার বিকেল ৩.৪০ মিনিটের সময় নিজ বাস ভবণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি————–রাজেউন)।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ৩ কন্যা ছিল।
একইদিন রাত ৯ টা’য় নামাজে জানাজা শেষে স্থানীয় দঃ লরাবাক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে বিশিষ্ট মুরব্বী আবদুল আজিজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আতœার মাগেফেরাত কামনা করেন।
জালালাবাদের প্রবীন মুরব্বী আবদুল আজিজের ইন্তেকাল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে