হাফিজুল ইসলাম চৌধুরী :

থাইল্যান্ডে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহন শেষে কক্সবাজারের রামুতে ফিরেছেন উত্তর মিঠাছড়ি ইউনিয়নে অবস্থিত, দেশের সর্ববৃহৎ একশো ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমুর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক-শ্রীমৎ করুণাশ্রী মহাথেরো। তিনি পাঁচ দিনের সফর শেষে ১১ জুলাই দেশে আসেন। বর্তমানে রামুতে অবস্থান করছেন।

জানা গেছে, বাংলাদেশের প্রতিনিধি হয়ে ভান্তে শ্রীমৎ করুণাশ্রী মহাথেরো ৫ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিশেষ বিমান যোগে থাইল্যান্ডে যান। ৬-৭ জুলাই অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে বিশ্বের বিশটি দেশের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রামুর উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিপন বড়–য়া বলেন, ‘পূজনীয় ভান্তে শ্রীমৎ করুণাশ্রী মহাথেরো বাংলাদেশের হয়ে সম্মেলনে-বেকারত্ব দূরীকরণ, জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প প্রতিরোধ ও সারাবিশ্বে সম্প্রীতির মেলবন্ধন আহবানের পাশাপাশি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নের কথামালা তুলে ধরেণ।