সিবিএন
কক্সবাজারে অবৈধভাবে আহরিত দুই লক্ষ বাগদা চিংড়ি পোনা সাগরে অবমুক্ত করা হয়েছে।
১৩ জুলাই ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় অবৈধ পোনা আহরনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। শহর সংলগ্ন সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে ৮ টি মশারীজাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে নষ্ট করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ( সদর) ড.মঈন উদ্দীন আহমদ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীম সিবিএনকে জানান, সাগরের মূল্যবান মৎস্য সম্পদ রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।
অবৈধভাবে আহরিত দুই লক্ষ চিংড়ি পোনা সাগরে অবমুক্ত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে