মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে এক অসহায় বৃদ্ধার উপর প্রভাবশালী কর্তৃক  নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ৬নং ওয়ার্ড মইক্যা ঘোনা ভিলেজার পাড়ার বয়োবৃদ্ধ মোহাম্মদ কলিম জানান, বন বিভাগের অনুমতিক্রমে উল্লেখিত স্থানের ১২নং পাহাড়ের ৬০শতক জায়গায় বসবাস করে আসছে দীর্ঘ ৩০বছর ধরে। সম্প্রতি ৫নং ওয়ার্ডের মাইজ পাড়া গ্রামের হাজী নুরুল হুদা প্রকাশ ভাইস চেয়ারম্যানের পুত্র মৌঃ আবুল কালাম আজাদ (৫৫), মো. কলিম উল্লাহর বসত ভিটে দখলে হুমকি ধমকি সহ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, তার মায়ের খতিয়ানি জমির অংশ দাবি করে এ চক্রান্ত চালায়। বিগত সময়ে স্থানীয় প্রভাবশালী আরো একটি চক্র বৃদ্ধকে বসতভিটে থেকে উচ্ছেদ করতে অমানুষিক নির্যাতন চালায়। এমনকি ওই চক্রের অন্যতম সদস্য ৬নং ওয়ার্ডের মৃত এসকে ফকিরের পুত্র শাহালম, শাহ আলমের পুত্র মোস্তাফিজ, আব্দুর রশিদের পুত্র ছৈয়দ আকবর প্রকাশ বাদাইয়া, কবির আহমদের পুত্র আবু ছিদ্দিক, আবদু গফুরের পুত্র আমির হামজার অমানবিক নির্যাতনে ২০০৯ সালে বৃদ্ধার বড় ভাই ইউছুপ আলী মিয়াজী মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে কোন মামলা করলে তার ভাইয়ের পরিনতি অর্থাৎ মৃত্যুর হুমকি দেয় হত্যাকারীরা। পরে একই বছর ডিসেম্বর মাসে উল্লেখিত ব্যক্তিগন সন্ত্রাসী কায়দায় পরিবারের সদস্যদের মারধর ও স্ত্রী-কন্যাকে নির্যাতনের মাধ্যমে বৃদ্ধর বাড়িঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এসময় বৃদ্ধর অর্ধেক ভিটে জোরপূর্বক কেড়ে নেয়।

এই নিয়ে মামলা করেও কালো টাকার শক্তিতে তদন্তের প্রতিবেদন তাদের পক্ষে নিয়ে নেয়। এভাবে আইনি সুযোগ সুবিধা পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত বৃদ্ধ কলিম। বর্তমানে তার চলাচলের পথ বন্ধ করায় ছেলে মেয়েদের স্কুল-কলেজে যেতে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছে। এমতাবস্থায় বৃদ্ধ কলিম চতুর্মূখী নির্যাতনে মানবেতর জীবন-যাপন করছে। পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টের জীবন থেকে কিছুটা রেহাই পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।