কাছে এসো

প্রকাশ: ১৩ জুলাই, ২০১৭ ১২:৩৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


 শফিউল্লাহ নান্নু

আরো কাছে এসো,খুব কাছে

চোখ আর চোখের পাতার তফাৎ রেখে

তোমার বুকে আগলে ধরো

আমায় আরো কাছে এসো,আরো কাছে।

তোমার দুই ঠোঁটের জল দিয়ে একটু ভিজিয়ে দাও,

আমার মুখ থেকে হৃদয় পর্যন্ত দুরত্ব।

আরো কাছে এসো,আরো একটু কাছে,

দুই দেহের সন্ধি স্থলে যেন বায়ু তার পথ হারায়,

আলো যেন প্রতিফলিত হয় নিজ স্বভাবে।

যেন মোহনায় ঢেউ ওঠে এলোমেলো।

আরো কাছে এসো,আরো আগলে ধরো,

যেন হৃদয় দিয়ে তোমায় ছুঁতে পারি ,

যেমন করে চাঁদের আলো ছুঁয়ে যায় রাতের আঁধার।

দূরত্ব আর ভালো লাগে না,

অদৃশ্যের প্রলেপে ভালো লাগে না মাধ্যম যোগাযোগ।

একটু সুখ চাই, একটু একফোটা প্রেম চাই,

আমি বিলিন হবো তোমার মাঝে,

আমি তোমাকে চাই, প্রিয়,দর্শীনি কাছে এসো,

আরো কাছে,খুব কাছে এসো,খুব কাছে…

টেকনাফ, কক্সবাজার