শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
রামু উপজেলার দূর্গম কচ্ছপিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কচ্ছপিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল।
কক্সবাজার সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির পক্ষে ১২ জুলাই বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের দক্ষিণ মৌলভীর কাটা, ছোট জাংছড়ি, হাইস্কুল পাড়া, পশ্চিম তিতার পাড়া, পূর্বতিতার পাড়া, ডিককুলসহ ইউনিয়নের ৯,৬,৫,৪,৩ নং ওয়ার্ডে রন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন আমাদেরকে যিনি ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছেন, দোছড়ি খালে ব্রীজ দিয়েছেন, ঘুর্ণিঝড় মোরা ও বন্যা হলে ছুটে আসেন, গরীব অসহায়দের খবর রাখেন তিনি আমাদের বিপদের বন্ধু এমপি কমল ভাই। মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব সাইমুম সরোয়ার কমল সবসময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন।
এসময় তিনি আরো বলেন কক্সবাজার৩ আসনে এমপি কমলের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে কমল ভাইকে পুনরায় এমপি নির্বাচিত করতে উপস্থিত সকলকে আহবান জানান।
এসময় তাঁর সাথে ছিলেন আওয়মী লীগ নেতা ছৈয়দ আলম, আবদুল হান্নান সওদাগর, মোজাফর আহাম্মদ সওদাগর, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেম্বার আবু আয়ুব আনসারী, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস, ছাত্রলীগ সভাপতি হেলাল সিকদার, সাধারন সম্পাদক লভা কর্মকার, সাংগঠনিক সম্পাদক আনিছ শফিউল ইসলাম সওদগর, মোঃ ইউসুপ সওদগর, শ্রমিক লীগ নেতা আবু বক্কর, যুলীগ নেতা বেলাল, ইসমাইল, ছাত্রলীগ নেতা সদ্দাম, রুবেল, মেহেদী প্রমুখ।
কচ্ছপিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।