দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে সকলকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য শপথ নিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী। একটি অবাধ,সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী তারুন্য নির্ভর চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র সেচ্ছাসেবী সংগঠন মা-মনোয়ারা স্মৃতি ফাউন্ডেশন।সে সাথে তসলিম ইকবাল চৌং: কে বিজয়ের দ্বারপ্রান্তে পৌছে দিতে নিরলস পরিশ্রম করায় উপজেলা অাওয়ামীলীগ নেতা অধ্যাপক শফিউল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত ফাউন্ডেশনের পরিচালক এস এম মহি উদ্দিন মুকুল, নির্বাহী পরিচালক এইচ এম শাহাব উদ্দিন,মৌলবী সালেহ অাহমদ জানান আমরা আশা করি তসলিম ইকবাল চৌধুরী সকলকে সাথে নিয়ে একসাথে এলাকা তথা দেশের উন্নয়নে কাজ করবেন। এছাড়াও দেশে বর্তমানে উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে জঙ্গী উত্থানের যে চক্রান্ত চলছে সে দিকে সজাগ দৃষ্টি রেখে তাদের বিরুদ্ধে অাগের মত প্রতিরোধ ও প্রতিকার চালিয়ে যাবেন। সর্বোপরি দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে কাজ করবেন। আপনি যতদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা আশা করব আপনি সবসময় সব কাজে সামনের দরজা দিয়ে প্রবেশ করবেন। হয়তো এই নির্বাচনের সময়ে সবাই আপনাকে ভোট দেয় নাই, তারপরও এলাকা তথা দেশের উন্নয়নে সেই অতীত কথা ভুলে সকলকে সাথে নিয়ে কাজ করবেন। স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে জনপ্রতিনিধির একটি কথার অনেক মূল্য। সে বিষয়টির দিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। যাতে আপনাদের একটি কথার কারণে কারো কোন ক্ষতি না হয়। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরনের মাধ্যমে অাপনি সকল মানুষের অাস্থা ও ভালবাসা অর্জনে সমর্থ হয়েছেন। অামরা অাশা করব ভবিষ্যতেও অাপনি অাপনার উত্তরসূরী মরহুম অাব্দু রহিম চেয়ারম্যান, মরহুম সালেহ সাহেব,মরহুম শফি সাহেব, মরহুম জাফর সাহেব,মরহুম তোর অালী সাহেব,মরহুম মকবুল অালী সাহেব সহ অগ্রজদের পদাঙ্ক অনুসরণ করবেন।
– বিজ্ঞাপন