সংবাদদাতা, ঈদগাঁও
সদরের ভারুয়াখালী থেকে অস্ত্র, রাম দা ও কার্তুজসহ ডাকাত ছৈয়দ হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিক্তিতে নিজস্ব আস্তানা থেকে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক, ১টি রাম দা এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
ডাকাত ছৈয়দ হোসেন ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের মৃত দিল মোহাম্মদের পুত্র।
তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে স্থানীরা জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ মোঃ খায়রুজ্জামান ও এসআই দেবাশীষ সরকারের নেতৃতে একদল পুলিশ সন্ধ্যার দিকে তাকে প্রথমে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে উল্লেখিত অস্ত্রসমুহের সন্ধান দেয় ছৈয়দ হোসেন। পরে রাত প্রায় সাড়ে বারোটার দিকে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে পুলিশ দেশে তৈরী একটি একনলা বন্দুক, ১টি রাম দা এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ খায়রুজ্জামান জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ডাকাত ছৈয়দ হোসেনের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে