হাফিজুল ইসলাম চৌধুরী :
নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০১৭ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১২টায় ৩১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম গাছের চারা এবং পুকুরে নানা প্রজাতির পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন-ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর জিএম সিরাজুল ইসলাম, এডি মোসলেম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন খালেদ, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম কাজল, জয়নাল আবেদীন টুক্কু প্রমূখ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ৩১ বিজিবি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আনোয়ারুল ইসলাম।
এ ব্যাপারে ৩১ বিজিবির উপঅধিনায়ক মেজর জিএম সিরাজুল ইসলাম বলেন, সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীতে ব্যাটালিয়নের আওতাধিন ১৪টি বিওপিতে (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাজারো গাছ লাগানো হবে। এছাড়াও ব্যাটালিয়ন ও সীমান্তে অবস্থিত বিওপিগুলোর পুকুর ও জলাশয়ে দুই হাজারের অধিক মাছের পোনা অবমুক্ত করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।