টেকনাফ সংবাদদাতা:
টেকনাফে ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের এক লাখ ১০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু থানার সুধাপাড়ার আবুল বাশারের মোঃ আয়াত (২০) ও মৃত মকবুল আহম্মদের মোঃ মামুনুল (২৫)।
মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া লবণ মাঠ এলাকা থেকে তাদেরকে আটক হয়।
এব্যাপারে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবা আসার গাপন সংবাদে পৌরসভার জালিয়াপাড়া লবণ মাঠে বিজিবির একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই জন ইয়াবা পাচারকারী ইয়াবা নিয়ে পালানোর চেষ্টা করলে পলিথিন ব্যাগসহ মিয়ানমার দুই নাগরিককে আটক করে। তাদের কাছে পাওয়া পলিথিন ব্যাগ থেকে এক লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি ৩০ লাখ টাকা। আটকদের থানায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, বিজিবির হাতে ইয়াবাসহ আটক মিয়ানমারের দুই নাগরিককে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।