বার্তা পরিবেশক:

কক্সবাজার কে.জি এন্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কে.এম রমজান আলীর পিতা আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়া হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১০ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রয়েছে। ৯জুলাই রাতে হঠাৎ বুকের ব্যাথা অনুভব করলে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শমতে তাঁকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ ১১ জুলাই বিকেল সাড়ে ৫টায় মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে কক্সবাজার কে.জি এন্ড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন পরিচালনা কমিটির পক্ষথেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কবির আহমেদ সওদাগর, মাধ্যমিক শাখার পক্ষথেকে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম হোসাইনী, প্রাথমিক শাখার পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস হামিদা পারভীন সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আজ ১১ জুলাই সকালে বিদ্যালয়ে বিশেষ মুনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক হাফেজ জহিরুল ইসলাম।