সিবিএন:

শহরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেনারেল সার্টিফিকেট অফিসার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল মজুদ ও বিক্রির অভিযোগে পরিবেশ আইনের ৬ (ক) ধারামতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ অর্থ দন্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ হলো- শহরের বাজারঘাটা এলাকার ভাই ভাই বাণিজ্যালয় ৫ হাজার টাকা, মসজিদ মার্কেটের জহির উদ্দিন সওদাগরকে ২ হাজার টাকা এবং মসজিদ রোডের কামরুল হাসান সওদাগরকে ৫ হাজার টাকা।

অভিযানে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।