এম.জিয়াবুল হক,চকরিয়া
চকরিয়ায় আদালত থেকে আসামি জামিন নেয়ার জেরে বাদির পক্ষের লোকজনের বিরুদ্ধে মঈন উদ্দিন নামের এক আইনজীবিকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই আইনজীবি বাদি হয়ে সোমবার রাতে হুমকিদাতাদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করেছেন। আইনজীবি মাঈন উদ্দিন বর্তমানে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত রয়েছেন।
থানার জিডিতে বিবাদি করা হয়েছে চকরিয়া পৌরসভার পালাকাটা খোন্দকার পাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে শরিফুল ইসলাম ও কাহারিয়াঘোনা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মশিউর রহমান বেদনসহ অজ্ঞাত আরো ৫-৬জনকে।
জিডির এজাহারে আইনজীবি মঈন উদ্দিন বলেন, কিছুদিন আগে চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মসিউর রহমান বেদনের স্ত্রী হাসিনা আক্তার সংবাদদাতা হয়ে তাদের প্রতিবেশি ছালাহ উদ্দিন গংয়ের বিরুদ্ধে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি (জিআর ১০৭/১৭) মামলা দায়ের করেন। আইনজীবি হিসেবে তিনি বিবাদি ছালাহউদ্দিন গংয়ের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এবং তাদের জামিন নেন।
আইনজীবি মঈন উদ্দিন জিডির এজাহারে আরো বলেন, আদালত থেকে আসামি জামিন নেয়ায় এবং তাদের অপর প্রতিপক্ষ মুর্শিদা বেগমের মামলা পরিচালনায় মুলত অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জেরে অভিযুক্তরা তাকে (আইনজীবি) পথে-ঘাটে আটকিয়ে মারিবে কাটিবে, এমনকি হত্যা করিবে মর্মে হুমকি দেয়। সর্বশেষ গত ৬ জুলাই রাত সাতটার দিকে অভিযুক্তরা চকরিয়া আদালত ভবনের সামনে হাজারিকা ভবনের নীচ তলায় তাঁর (আইনজীবি মঈন উদ্দিনের) চেম্বারে উপস্থিত হয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে আবারও তাকে হুমকি দেয়।
আইনজীবি মঈন উদ্দিন বলেন, এরপর থেকে ছালাহউদ্দিন ও মুর্শিদা বেগম গংয়ের পক্ষে আদালতে মামলা পরিচালনা করলে পরিণতি খারাপ হবে, এমনকি স্কুলে যাওয়ার পথে তাঁর (আইনজীবি) শিক্ষিকা স্ত্রী নাজমা খানম ও সন্তানদেরকে অপহরণ করা হবে বলে অভিযুক্তরা এ ধরণের হুমকিও দেন জিডির এজাহারে দাবি করেন আইনজীবি মঈন উদ্দিন।