মোঃ রেজাউল করিম, ঈদগাঁও
ঈদগাঁও বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী ফরিদুল আলম আর নেই। দীর্ঘ দিন রোগে আক্রান্ত হয়ে তিনি ১০ জুলাই বিকেলে জালালাবাদের সওদাগর পাড়ার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজেউন)। তিনি উক্ত এলাকার মৃত মমতাজ আহমদের জেষ্ঠ্য পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪০ বছর।
তিনি দীর্ঘদিন ঈদগাঁও বাজারে মাছ ব্যবসা করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় জুমবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে তাকে সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মাছ ব্যবসায়ীদের পক্ষে আলহাজ্ব আবু তাহের সওদাগর এবং সাংবাদিকদের পক্ষে ঈদগাঁও নিউজ চেয়ারম্যান মো. রেজাউল করিম ও ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক।