খালেদ হোসেন টাপু, রামু
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বন্যা নিয়ে রাজনীতি করা উচিত নয়। যারা সরকারের সমালোচনা করে তারা বন্যার্তদের জন্য কিছুই করেনি। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দলের নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্তদের অতীতের চেয়ে বেশী সহায়তা দিচ্ছে। পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার ফলে এটা সম্ভব হচ্ছে। আওয়ামীলীগ যেমন উন্নয়নমুখি, তেমনি জনবান্ধব সরকার। তাই জনগণের সমস্যাকে আওয়ামীলীগ নেতৃতাধিন সরকার নিজেদের সমস্যা মনে করে। বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।

সাংসদ কমল সোমবার (১০ জুলাই) রামু উপজেলার রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপলং ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে পৃথক পৃথক পথ সভায় এ কথা বলেন।

সাইমুম সরওয়ার কমল এমপি আরো বলেন, বিএনপি দলীয় নেতারা বন্যা পরবর্তী সময়ে শুধু ছবি তুলতে এবং সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছে। খালি হাতে দুর্গত মানুষের সাথে ছবি তোলা নয়, দুঃসময়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সমুহ দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এনিয়ে সরকারের এলজিআরডি ও ত্রাণমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করা হয়েছে। শীঘ্রই ক্ষতিগ্রস্থ এলাকাসমূহে সংস্কার কাজ শুরু কবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুল হক, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুচ ভুট্টু, খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আব্দুল গণি সওদাগর চেয়ারম্যান, নেতা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, রামু যুবলীগের সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, যুবলীগ নেতা উত্তম মহাজন, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বকর ছিদ্দিক, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের মোঃ হোছন মেম্বার, আজিজুল হক দুদু মিয়া মেম্বার, শাকিলা মেম্বার, যুবলীগ সভাপতি রাহামত উল্লাহ, সাধারণ সম্পাদক নুরুল করিম পুতু, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের সোলতান আহমদ মেম্বার, মোস্তাক আহমদ মেম্বার, হামিদা বেগম মেম্বার, আওয়ামীলীগ নেতা হাজ্বী ফরিদ আহমদ, কবির আহমদ সিকদার, এরশাদ উল্লাহ, তৈয়ব, আলী বলি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ কোং, যুবলীগ নেতা নজির আহমদ, ফরিদ, ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দিন, আব্দুল কাদের, আবুল কালাম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের জসিমুল ইসলাম মেম্বার, মহলজ্জামান মেম্বার, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জহির উদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহাদত উল্লাহ সাজু, দানু মিয়া, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ নেতা সোহেল রানা প্রমুখ।

দুর্গত এলাকা পরিদর্শনকালে সাইমুম সরওয়ার কমল এমপি খুনিয়াপালং এর প্রবীন আওয়ামীলীগ নেতা অসুস্থ হাজ্বী জকরিয়াকে দেখতে যান। এসময় তিনি তাঁর শারীরিক অসুস্থতার খবরা খবর নেন।