হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের জনবহুল এলাকা রোজারঘুনা সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।
জানা যায় বিশাল গ্রাম রোজারঘুনা টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন এবং ২নং হ্নীলা ইউনিয়নের মধ্যবর্তী সীমানায় অবস্থিত। রোজারঘুনা বিশাল গ্রামে কয়েক হাজার পরিবারের বসবাস। তাছাড়া সরকারী প্রাইমারী স্কুলসহ সরকারী-বেসরকারী প্রতিষ্টান রয়েছে। সর্বসাধারণ, স্কুল-মাদ্রাসা-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রুগী, গর্ভবতী, প্রসুতীসহ সকলের যাতায়তের একমাত্র মাধ্যম হচ্ছে নাইক্ষ্যংখালী তথা মৌলভীবাজার-রোজারঘুনা সড়ক। যাতায়তের জন্য অন্য কোন বিকল্প পথ নেই। এ সড়কটির কিছু অংশ ব্রীক সলিং করা হয়েছিল বহু বছর আগে। এরপর আর সড়কটির আর সংস্কার করা হয়নি। বর্তমানে কাঁচা-পাকা সব কাদা আর পানিতে একাকার হয়ে গেছে। দেখলে মনে হয় যেন চষা জমি। এলাকাবাসী জনগুরুত্বপুর্ণ সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন।