বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দেশটির ডানপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের প্রেসিডেন্ট প্রবীন তোগাদিয়া আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ‘অবশ্যই’ নাগরিকত্ব দেবে। উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ অরাজনৈতিক শাখা হিসেবে আর বিজেপি রাজনৈতিক শাখা হিসেবে ভারতের উগ্র ডানপন্থী ভাবাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ-এর (আরএসএস) ছাতার নিচে কাজ করে। তাই নাগরিকত্বের প্রশ্নে বিশ্ব হিন্দু পরিষদের আইনগত  কোনও এখতিয়ার না থাকলেও তাদের বক্তব্যের তাৎপর্য রয়েছে।

আসামের হোজায় জেলায় এক অনুষ্ঠানে বাংলাদেশে থেকে ভারতে যাওয়া হিন্দুদের নাগরিকত্বের আশ্বাসের পাশাপাশি তাদের সার্বিক সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তোগাদিয়া।

দ্য সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ প্রণয়ন-এর মধ্য দিয়ে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব এনেছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট। ইকোনমিক টাইমসের খবরে বলা হচ্ছে, বর্তমানে বিলটি উভয় পার্লামেন্টে বিবেচনাধীন আছে। আসামের ২৫টির বেশি সংগঠন শুরু থেকেই এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিরোধীরা বলছেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রণীত বিল ১৯৮৫ সালের আসাম চুক্তির বিরোধী। ৮৫ সালের ওই চুক্তিতে ২৫ মার্চ ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে হিন্দু ধর্মাবলম্বী বা মুসলিম যে কেউ আসামে প্রবেশ করলে তা অবৈধ গণ্য করার বিধান রয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি পরে জানান, আসাম চুক্তি এক্ষেত্রে আমলে নেওয়া হবে না। কোনোভাবেই বিরোধিতা মেনে নেওয়া হবে না। বিলটি বাস্তবায়নের  সরকারি পদক্ষেপ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অঙ্গীকার করেন, যে কোনও মূল্যে ভারতে যাওয়া বাংলাদেশি হিন্দুদের নাগরিকতা নিশ্চিত করবেন।