প্রসবকালীন জটিলতার কারণে মায়েদের কারো কারো যে জননেন্দ্রিয় ক্ষত সৃষ্টি হয়ে থাকে এবং পরবর্তীকালে যা কিনা নিদারুণ দৈহিক, মানসিক এবং এর পরিণতিতে সামাজিক সংকটও খাড়া করতে পারে, সেই ফিস্টুলা কেন হয়, তার প্রতিকার কি হতে পারে – ইত্যাদি নিয়ে আমরা কথা বলি বাংলাদেশের কক্সবাজার এলাকার হোপ ফাউন্ডেশান ও হোপ হাসপাতালের চিকিৎসক-ফিস্টুলা অস্ত্রপচার সংশ্লিষ্ট শল্য চিকিৎসক- মায়ামী প্রবাসী ডক্টর ইফতেখার মাহমুদের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।
পুরো সাক্ষাতকার শুনতে নিচের লিঙ্কটি ভিজিট করুন——
https://av.voanews.com/clips/VBA/2017/07/09/7dd5c9f5-bf73-4f64-b324-d075e3ffc062.mp3?download=1
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।