হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
বন মন্ত্রণালয়ের উপ-প্রধান বন সংরক্ষক (ডিসিসিএফ) আবদুল লতিফ মিয়া ৯ জুলাই দুপুরে টেকনাফের প্রকৃতি পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক গর্জন বাগান পরিদর্শন করেছেন। বিভাগীয় বন কর্মকর্তা (কক্সবাজার দক্ষিণ) আলী কবির, শীলখালী রেঞ্জ অফিসার জসিম উদ্দিন, ক্রেলের আঞ্চলিক সমন্বয়কারী আলম খান, বন বিভাগ, সিপিজি দল, শীলখালী সিএমসির প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।
শীলখালী সিএমসির সাইফুল্লাহ কোম্পানী জানান দুপুরে কর্মকর্তাগণ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা প্রকৃতি পর্যটন কেন্দ্র ও ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ ঐতিহাসিক গর্জন বাগান এবং ক্রেল প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি আরও জানান ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ কয়েক শত বছরের প্রাচীণ ঐতিহাসিক গর্জন বাগানের ধারাবাহিকতা রক্ষার্থে ঘুর্ণিঝড়ের পর সেখানে আরও ২ হাজার গর্জন চারা রোপন করা হয়েছে। শীলখালী রেঞ্জ অফিসার জসিম উদ্দিনের তত্বাবধানে সিপিজি দল ও সিএমসির সহযোগিতায় চারা গুলোর পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।