হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফে টহলে যাওয়ার সময় সরকারী দায়িত্ব পালনকালে হার্টস্ট্রোকে নিহত বিজিবি হাবিলদারের ১ম জানাজা শেষে দাফনের জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
জানা যায়, ৯ জুলাই সকাল ৮টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন চত্বরে ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ব্যাটালিয়ন কর্মকর্তাসহ শত শত বিজিবি সদস্যরা জানাজায় অংশ নেন। জানাজা শেষে শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্সযোগে নিহত হাবিলদার তোফাজ্জলের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। মৃত দেহ গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানে যাবতীয় কার্যক্রম শেষে চির নিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য ৮ জুলাই রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির হাবিলদার তোফাজ্জল হোসেন (৫৮) সঙ্গীয় জওয়ানদের নিয়ে টহলে যাওয়ার জন্য বের হন। ফুলের ডেইলের সড়ক পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় জনৈক রাজুর দোকানের সামনে পৌঁছলে হঠাৎ তিনি পড়ে যান। সঙ্গীয় জওয়ানেরা তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহত বিজিবি হাবিলদারের পিতার নাম জানা না গেলেও গ্রামের বাড়ি নরসিংদী বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।