সংবাদ বিজ্ঞপ্তি

সদরের ইসলামপুর ইউনিয়নে ও ইসলামাবাদ ইউনিয়নে দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও অার্থিক অনুদান নিয়ে ছুটে গিয়েছেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা।

বৃহস্পতিবার দিনভর দুই ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন শ্রমিকনেতা ছোটন রাজা। এ সময় তার সাথে ছিলেন জাতীয় শ্রমিক লীগ পোকখালী ইউনিয়ন সভাপতি এম রেজাউল করিম টিপু, ইসলামপুরের শ্রমিক লীগ সভাপতি আবদু শুক্কুর এমইউপি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ইসলামপুর ৭নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস রানা এম ইউপি প্রমুখ।

বিশেষ করে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে ইসলামপুরের কৈলাশঘোনা, খাঁন ঘোনা, বামন কাঁটায় ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন।

ইসলামাবাদের ৪নং /৫ নং ওয়ার্ড পূর্ব বোয়াল খালী, জলদাশ পাড়া, পূর্ব ইউসুফের খীল, বোয়াল খালী বৌদ্ধ পাড়ার দুর্দশাগ্রস্ত মানুষদের সঙ্গি হন। সাধ্য মতো অনুদান দেন। সেখানে ইসলামাবাদের ৫ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দীন এম ইউ পি সাথে ছিলেন।

এছাড়া পোকখালী ইউনিয়নের ইছাখালী এলাকাতে ও বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্র ও আর্থিক অনুদান দেন শ্রমিক নেতা ছোটন রাজা।