মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ:
টানা ৩দিন ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়েছে চকরিয়া উপজেলার নিন্মাঞ্চল। এতে তলিয়ে গেছে শতাধিক গ্রামের প্রায় এক লক্ষ বাড়িঘর। এসময় পানি বন্ধি থাকা হাজার হাজার মানুষকে মানবিক সহায়তা প্রদান করে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান। গত মঙ্গলবার পর্যন্ত টানা বর্ষনে সৃষ্ট ঢলে তলিয়ে গেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পাগলীরবিল এলাকার দিন মজুর জসিম উদ্দিনের ভাগ্য। পরের জমি বর্গা করে বউ বাচ্চা সহ সাত সদস্যের খোরাক সঞ্চয় করা ৫০ আড়ি ধান ভেসে গেছে। এছাড়া তার বাড়ির সকল আসবাবপত্র তলিয়ে যাওয়া সহ বসত বাড়িটি ভেঙ্গে গিয়ে মাটির সাথে একাকার হয়ে গেছে। জসিম উদ্দিন ওই এলাকার আশরাফ আলীর পুত্র বলে জানাযায়। বর্তমানে দিনমজুর জসিম পাঁচ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছে। এমতাবস্থায় সে উপজেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিধিদের সহযোগীতার জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এব্যাপারে স্থানীয় এমইউপি মোঃ সোলাইমান পরিষদের অনুদানের প্রেক্ষিতে দিনমজুর জসিমকে সর্বত্বক সহযোগিতা করবেন বলে জানান।