প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের স্থানীয় পত্র-পত্রিকায় কর্মরত সাংবাদিকদের বেতন-ভাতা নিশ্চিত করার দাবী জানিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেতন-ভাতা ছাড়া কোন সংবাদকর্মীকে দিয়ে কাজ করালে পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি সংবাদকর্মীদের বেতন-ভাতা দিতে অসমর্থ হয়; তাহলে সংশ্লিষ্ট পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়ার আহ্বান জানান।
গত বুধবার রাতে কলাতলীর একটি তারকা হোটেলে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও বিশেষ সাধারণ সভা অনুষ্টিত হয়। ওই সভায় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। এতে আরো বক্তব্য দেন সহ-সভাপতি ফজলুল কাদের চৌধুরী ও আব্দুল কুদ্দুস রানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাড. আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন বাঞ্চু, এইচএম এরশাদ, মোহাম্মদ জুনাইদ, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল, ইমরুল কায়েস চৌধুরী, শফিউল্লাহ শফি, তৌফিকুল ইসলাম লিপু, আহসান সুমন, ওমর ফারুক হিরু। এতে উপস্থিত ছিলেন একেএম রাশেদুল মজিদ, বিপ্লব কান্তি দে, কামরুল ইসলাম মিন্টু, শাহাজান চৌধুরী শাহীন, জাফর আলম, সৈয়দুল কাদের, তুষার তুহিন, সুনীল বড়–য়া, রোতাব চৌধুরী, আমিনুল হক, শহীদুল ইসলাম, আইরিন আক্তার, গোলাম আরিফ লিটন, সুজাউদ্দিন রুবেল, আজিম নিহাদ, শফিউল আলম, আরফাতুল মজিদ, চঞ্চল দাশ গুপ্ত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।