খালেদ হোসেন টাপু,রামু :
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল, চাকমারকুল, জোয়ারিয়ানালাসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার ও চিড়া গুড় বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। এসময় তিনি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার জনগণের সুখে দু:খে সব সময় নিরলসভাবে কাজ করছে। ইতিমধ্যে তিনি শুকনো খাবার ও চিড়া গুড় দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। যারা মানবতা মূলক কাজ করে, তারা দীর্ঘদিন ধরে সমাজে ও দেশে বেঁচে থাকেন, রামুর ১১টি ইউনিয়ন বন্যায় আক্রান্ত । তাই তিনি সরকারের পাশাপাশি সকলকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বৃহস্পতিবার (৬ জুলাই) তিনি দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও চিড়া গুড় বিতরণ কালে এসব কথা বলেন। এসময় নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি উপস্থিত ছিলেন।
এছাড়াও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে খাদ্য শস্য গম বিতরণ করেন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। এসময় ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম উপস্থিত ছিলেন।