হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
অবিরাম বর্ষণ ও ঝড়ো হাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ টেকনাফের ৬ জন মাঝি-মাল্লাসহ মাছ ধরার ইঞ্জিন চালিত ১টি নৌকার সন্ধান ৬ জুলাই মিলেছে। বুধবার ৫ জুলাই থেকে নিখোঁজ ৬ জেলের পরিবারের মধ্যে কান্নার রোল ও আহাজারী চলছিল। একদিন পরে নিখোঁজ জেলেদের সন্ধানের খবর এলাকায় জানাজানি হলে ৬ জেলের পরিবার ও এলাকার মানুষের মধে স্বস্তি ফিরে আসে।
জানা যায় টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের নুরুল ইসলাম প্রকাশ নূরীর মালিকানাধীন ইঞ্জিন চালিত নৌকা ৫ জুলাই বুধবার মাছ ধরতে সাগরে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে কুলে আসতে পারেনি। এতে নৌকার মাঝি জমিল আহমদের সাথে মোবাইলে যোগাযোগের পর আরেকটি নৌকা তাদের খুঁজতে গেলেও পরে চার্জের অভাবে মোবাইল বন্ধ হয়ে গেলে তাঁদের আর সন্ধান পাওয়া যায়নি।
ফিশিং ট্রলারের মালিক নুরুল ইসলাম নূরী জানান নিখোঁজ হওয়ার পর থেকে কক্সবাজার হতে টেকনাফ পর্যন্ত সাগরের বিভিন্ন স্থানে নৌকা নামিয়ে অনুসন্ধান অব্যাহত ছিল। কিন্ত এখনও তাঁদের কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ৬ জেলেরা হলেন মাঝি জমিল আহমদ (৪২), আমির হোছন (৩৮), কবির আহমদ (৪০), মকবুল আহমদ (৩৯), পুতুইয়া (৩৬) এবং বশির আহমদ (৩৪)।
এদিকে ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার সোয়ানখালী নামক এলাকার নৌকার মাঝি মোহাম্মদ হোছন সাগরে একটি ভাসমান নৌকা দেখে কাছে গিয়ে ৬ মাঝিমাল্লাসহ পেয়ে কুলে নিয়ে আসেন। তারা সকলে সুস্থ রয়েছেন।
টেকনাফে নিখোঁজ ৬ জেলের সন্ধান মিলেছে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।