মো. ফারুক, পেকুয়া: 
পেকুয়ায় ঘাতকের হাতে নিহত উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম শাহাব উদ্দিন ফরায়েজী হত্যা মামলার বাদি তার পুত্র হাফেজ মেহেদী হাসান ফরায়েজী (২৮) ও সাইফুল হায়দার মুমেনকে (৩৫) হত্যা চেষ্টা চালিয়েছে আসামী পক্ষের লোকজন। এ ঘটনায় তারা আহত হলে পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টায় টইটং ইউনিয়নের আমিন শরীফ মিয়া পাড়াস্থ ফরায়েজীর বসতবাড়ি সংলগ্ন এলাকায়।

পেকুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজ একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যা চেষ্টায় ব্যবহৃত একটি দারালো দা জব্দ করে ইউনিয়ন আ’লীগ সভাপতি সরওয়ার আলমের জিম্মায় দেন। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি।

আহত মেহেদী হাসান ফরায়েজী জানান, দুপুর ১২টা দিকে তিনি বাড়ি থেকে রাস্তায় বের হন। ওই সময় পূর্ব থেকে উৎপেতে থাকা তার পিতার হত্যা মামলার আসামী ছমিউল্লাহ ও তার ভাই সানাউল্লাহ দারালো দা নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার ভাই সাইফুল হায়দার তাকে বাঁচাতে আসলে এগিয়ে আসলে তাকেও হত্যা চেষ্টা চালায়। ওই সময় তারা দু’জন দায়ের কোপে আহত হন। এর আগেও তাদেরকে হত্যা চেষ্টা চালালে থানায় সাধারণ ডাযেরী রুজু করেন। পরে স্থানীয়রা পেকুয়া থানার পরিদর্শককে বিষয়টি অবগত করলে উপ-পরিদর্শক মাহফুজ তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে দারালো দা’টি জব্দ করেন। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

উপ-পরিদর্শক মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দু’পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।