মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
বৃহত্তর ঈদগাঁওর তরুণ উদীয়মান ইসলামী ওয়ায়েজ মাওলানা মোহাম্মদ শফি মৃত্যুর কাছে হার মানলেন। তার টিউমার ক্যান্সারের সফল অপারেশনের পর ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না। ৫ জুলাই ভোর ৪ টা ৪৫ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার মাল্টি কেয়ার ইডেন হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না……. রাজেউন)। তিনি সদর উপজেলার ৫নং জালালাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহনবিলার মৃত আবদুল হামিদের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৩৫ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, ভক্ত ও অনুরক্ত রেখে যান। গত পরশু উক্ত হাসপাতালে তার পেটের টিউমারের সফল অপারেশন সম্পন্ন হয় বলে জানান স্থানীয় মেম্বার মনজুর আলম। তিনি আরো জানান, অকালে মৃত্যুবরণকারী এ প্রখ্যাত আলেমের জানাযা বুধবার রাতেই মোহনবিলাস্থ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে তাকে স্থানীয় কবরস্থান খোলায় দাফন করা হবে। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, স্থানীয় দৈনিক ও অনলাইন পত্র-পত্রিকায় তার জীবন বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়। তার টিউমার অপসারণে ৩/৪ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এ আলেমেদ্বীনের জীবন বাঁচাতে অনেক হৃদয়বান ব্যক্তি এগিয়েও এসেছিলেন। জানা যায় তিনি ঐতিহ্যবাহী ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে সফলতার সাথে ফাজিল পাশ করেন। পরে তিনি একটি নন এমপিওভূক্ত দাখিল মাদ্রাসায় চাকরী নেন। পাশাপাশি তিনি দ্বীন ইসলামের খেদমতে জেলার প্রত্যন্ত এলাকায় ওয়ায়েজ হিসাবে দ্বীনের পয়গাম প্রচার করে আসছিলেন। তার এ অকাল মৃত্যুতে বৃহত্তর ঈদগাঁও তথা জেলাবাসী একজন যোগ্য, দক্ষ, কর্মঠ ও সুকন্ঠি ইসলামী চিন্তাবিদকে হারালেন। তার মৃত্যুর খবরে স্থানীয় মেম্বার মনজুর আলম, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরিবার, ঈদগাঁও প্রেসক্লাব ও ঈদগাঁও নিউজ চেয়ারম্যানসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। বিবৃতিদানকারীরা বলেন, তার মৃত্যুতে বৃহত্তর ঈদগাঁওবাসী তথা ইসলামের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার সুদক্ষ ও সময়োচিত ইসলামী বয়ান থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ বঞ্চিত হবেন। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দিনে এ রিপোর্ট লিখার সময় তার মরদেহ চট্টগ্রাম পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছেন তার স্ত্রী জাকিয়া সুলতানা জাকু।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।