ডেস্ক নিউজ:
মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযানমালয়েশিয়াতে অবৈধভাবে প্রবেশ করেছে এবং ৩০ জুনের মধ্যে নিবন্ধন করেনি— এমন বিদেশিদের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিতে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মালয়েশিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানে গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিতে আমরা মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের বলেছি, গত মাসে রোজা ছিল এবং বৈধ হওয়ার জন্য যে প্রয়োজনীয় অর্থ লাগে, সেটি অনেকের কাছে নেই। সে কারণে তাদের বৈধ হওয়ার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর কথা বলেছি আমরা।’
শহীদুল ইসলাম বলেন, ‘এখানে বাংলাদেশি ছাড়াও অন্য দেশের নাগরিকদেরও গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস সেসব দেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখছে।’
মালয়েশিয়ায় কর্মরত একদল অভিবাসী শ্রমিকরাষ্ট্রদূত বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় বৈধ হওয়ার একটি সুযোগ আছে। আমি আহ্বান করব, যাদের পক্ষে সুযোগ আছে, তারা যেন শিগগিরিই এই সুবিধা গ্রহণ করে।’ মালয়েশিয়ায় একটি দালাল চক্র বৈধ হওয়ার প্রক্রিয়া নিয়ে নিরীহ বাংলাদেশিদের বিভ্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি সবাইকে অুনরোধ করছি, তারা যেন কোনও দালালের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।’
এদিকে, একটি কূটনৈতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, মালয়েশিয়াতে যারা অবৈধ উপায়ে প্রবেশ করেছে তাদের নিবন্ধনের সুযোগ ছিল জুন ৩০ পর্যন্ত। এমন প্রবেশকারীদের মধ্যে যারা গত মাসের শেষদিন পর্যন্ত নিবন্ধন করেননি, কেবল তাদেরই গ্রেফতার করা হচ্ছে অভিযানে। আর যারা বৈধ পথে প্রবেশ করেছে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে অবৈধ হয়েছে, তারা রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাবেন।’
ওই সূত্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় আবেদন করেছেন। তারা আগামী তিন থেকে পাঁচ বছর কোনও ঝামেলা ছাড়াই মালয়েশিয়াতে অবস্থান করতে পারবেন। মালয়েশিয়ান কর্তৃপক্ষ অবৈধদের বৈধ হওয়ার জন্য দুই বছর সময় দিয়েছে এবং এ সময়ের মধ্যে যারা বৈধ হবে না, তাদের দেশে ফেরত যেতে হবে বলেও জানায় ওই সূত্র।
গ্রেফতারকৃত বাংলাদেশিদের সুযোগ দিতে মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করছে সরকার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।