আবদুল মজিদ,চকরিয়া:

চকরিয়া পৌরসভার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও মাতামহুরী নদী ভাঙ্গন পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তিনি গতকাল ৪জুলাই পৌরসভার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বলেন, পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারদের চরম গাফেলতির কারণে বন্যা শুরু হওয়ার পূর্বে দীর্ঘ কয়েক মাসেও নির্মিত ব্লক নদীতে বসানো হয়নি। যার কারণে নদী ভাঙ্গনে দিগরপানখালী গ্রামের ৬টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যা অত্যান্ত দুঃখজনক। যথাসময়ে ব্লক বসানো না হলে সরকারের কোটি কোটি টাকার বরাদ্ধ দেওয়ার প্রয়োজনীয়তা কি ছিল। জনগণের কল্যাণেই এসক বরাদ্ধ দেওয়া হয়েছিল। তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকায় দাড়িয়ে বিষয়টি কক্সবাজারের জেলা প্রশাসককে অবহিত করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক আজ সকালে সরে জমিনে দেখতে আসবেন। পৌর মেয়র বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে চাউল ও শুকনো খাবার সামগ্রীসহ ত্রাণ বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন পৌর প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, কাউন্সিলর মুজিবুল হক, কাউন্সিলর রেজাউল করিম, কাউন্সিলর জামাল উদ্দিন, কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর সচিব মাসউদ মোর্শেদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তিনি যার যার অবস্থানে থেকে বন্যা কবলিত মানুষের পাশ্বে দাঁড়ানোর আহবান জানান।