সংবাদদাতা
ধরিত্রী রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই, আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই। এই স্লোগান কে ধারন করে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ ককসবাজার জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন ও বিনামূল্যে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরন কর্মসূচী এবং আলোচনা সভা ককসবাজার ইনিষ্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির , বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ- পরিচালক সর্দার শরিফুল ইসলাম, সেভ দ্যা নেচার অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ. ন. ম.মোয়াজ্জেম হোসেন, ককসবাজার জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মোর্শেদ হোসেন তানিম, ব্রীটিশ আইনজীবী ও পরিবেশ আন্দোলনের নেত্রী মিস ক্যারোলিন ও সেভ দ্যা নেচার অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম ডি আলী রেজা। উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এইচ এম নজরুল ইসলাম, বাঁকখালী বাঁচাও আন্দোলনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, মোসাদ্দেক হোসেন আবু, মিসবাহ মাহমুদ মিসকাত, ছাত্রনেতা বাপ্পী সহ সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবিন্দ।
এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীব এবং প্রানী বৈচিত্র রক্ষায় লড়াকু পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ দেশব্যাপী প্রতিবছরের ন্যায় সারা দেশে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে নিজেদের ব্যবস্তাপনায় বৃক্ষ রোপন ও বিনামূল্যে গাছের চারা বিতরনের কর্মসূচীর অংশ হিসেবে ককসবাজার জেলার বিভিন্ন প্রতিষ্টান ও সামাজিক সংগঠনের নেতৃবিন্দ ও বৃক্ষ রোপনে আগ্রহী ব্যক্তিদের হাতে অতিথি বৃন্দ গাছের চারা তুলেদেন। সারাদেশে নদী নালা খাল বিল দখল ও বনভূমি উজাড় করে পাহাড় কেটে বনভূমি ধ্বংস হচ্ছে রাজনৈতিক পৃষ্টপোষকতায় যা নতুন প্রজন্ম দেশপ্রমীক জনগনকে ঐক্যব্ধভাবে প্রতিরোধের বিকল্প নেই। তাছাড়া অপরিকল্পিত পাহাড় কাটার ফলে সারা পার্বত্য এলাকাতে পাহাড় ধ্বস সারা দেশের মানুষ প্রতক্ষ্য করেছে। যা খুবই দু:খজনক। তাই যে কোন উন্নয়ন পরিকল্পনা গ্রহনের পূর্বে পরিবেশের সুরক্ষা মাথায় রেখে প্রকল্প গ্রহনের জন্য সরকারের প্রতি দাবী জানান।