সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অফিস সহায়ক ও বেতার কর্মচারী কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মো: আবদুর রহিমের উপর শিল্পী নামধারীদের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বেতার কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, তথা কথিত মানববন্ধনের নামে নাট্য প্রযোজক, সঙ্গীত শিল্পী ও নাট্য শিল্পীরা আব্দুর রহিমকে বেধড়ক প্রহার করে তাদের ব্যক্তিগত অক্রোশের নগ্ন বহি:প্রকাশ ঘটিয়েছে। কোন দাবী দাওয়া থাকলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে জোরপূর্বক কোন দাবী আদায় করা যায় না।
বিবৃতিতে বলা হয়েছে গত রবিবার (২ জুলাই) কক্সবাজার পৌরসভা অফিসের সামনে মানবন্ধন চলাকালীন বেতার কর্মী মো: আব্দুর রহিম সরকারী চেক নিয়ে সোনালী ব্যাংক কক্সবাজার শাখায় কাজ শেষে জেলা হিসাব রক্ষণ অফিসে যাওয়ার সময় কতিপয় শিল্পী হত্যার হুমকি দিয়ে তার উপর হিংস্র কায়দার সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের আঘাতে রহিম গুরুতর আহত হয় এবং তার মোবাইল ফোনটিও ছিনতাই করে নিয়ে যায়। এহেন ন্যাক্কার জনক ঘটনায় বেতার কর্মচারী কল্যাণ পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হামলাকারীদের আইনের আওতায় এনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন। সন্ত্রাসী কার্যকলাপ পরিহার করে শান্তির পথে আসার জন্য শিল্পীদের প্রতি আহবান জানানো হয়েছে।
বিবৃতি প্রদান করেছেন বেতার কর্মচারী কল্যান পরিষদের আহবায়ক শানু চিং মার্মা, মোসলেহ উদ্দিন, দেবানন্দ মল্লিক, আরিফুল ইসলাম, নিরুপা পাল, শেখর চন্দ্র মল্লিক, যীশু চৌধুরী, জাহাঙ্গীর আলম, রুপন মল্লিক, মো: ইব্রাহিম, তারেক হাসান ও আব্দুর রশিদ প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।