মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে সাবরাং নয়াপাড়া জামিয়া ফারুকিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক ও কচুবনিয়া এলাকার মৃত মুহিব্বুল্যাহর পুত্র হাফেজ মাওঃ মোঃ কাসেম(৪২)।
মঙ্গলবার (৪ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে নিজ বাড়ীতে বিদ্যূতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়।
ঘটনাস্থল থেকে উদ্বার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত্যুৎ কালে স্ত্রী,১ছেলে ,২ মেয়ে, ভাই বোন , ছাত্র/ছাত্রী সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।