নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে আব্দুর রহিম (১৬) নামে এক কিশোরের খোঁজ মিলছে না। গত ৬দিন ধরে ওই কিশোর নিখোঁজ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
কিশোর আব্দুর রহিম খুরুশকুল ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জাকের হোসেনের ছেলে। জাকের হোসেনের পৈত্রিক বাড়ি টেকনাফ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে খুরুশকুলে বসবাস করেন।
জাকের হোসেন জানান, গত ২৯ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় টেকনাফ সাবরাংয়ে দাদার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আব্দুর রহিম। কিন্তু সে দাদার বাড়িতে যায়নি। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে শার্ট ও প্যান্ট ছিল।
তিনি বলেন, নিখোঁজের পর থেকে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুজি করা হয়েছে। কিন্তু কোথাও হদিস মিলছে না। কোন ব্যক্তি তার খোঁজ দিলে উপযুক্ত সম্মানিত করবেন বলে জানান তিনি। যোগাযোগের জন্য মোবাইল নং : ০১৮৫৬৮৮৬৩১৮, ০১৮৭৪১৭৯০৮২।
খুরুশকুলে এক কিশোরের খোঁজ মিলছে না
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে