এফ এম সুমন পেকুয়া:
‘যদি বৃদ্ধি করতে পারি সচেতনতা তাহলে বাড়বে রক্ত দানের প্রবণতা ।’ এই শ্লোগানে পেকুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের হল রুমে এই আলোচনা সভা,রক্তদান কর্মসূচি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,দেশাত্মবোধক গানের সাথে নৃত্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড.জাকির হাওলাদার,সভাপতিত্ব করেন পেকুয়া জিএমসির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিন।
ব্লাড ব্যাংকের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিজবুল্লাহ,আব্দুল্লাহ, ইমরান খান,হাফেজ মোঃ আব্দুল্লাহ,ফাতেমা বেগম , সুলতান মোঃ নিয়ামাত উল্লাহ,সাঈদ,মনিরুল ইসলাম,ইফতেখার ইসলাম ইফতি প্রমুখ ।
সভায় প্রধান অতিথি শাফায়েত আজিজ রাজু বলেন, এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ন কেননা এভাবে যদি তরুনেরা রক্ত দানে এগিয়ে আসেন তাহলে হয়তো কাউকে আর রক্তের অভাবে মরতে হবেনা।
তিনি তাদের সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।