হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে মাথায় গাছ পড়ে মঈনুদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শামলাপুর পুরানপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত মঈনুদ্দিন (৩৫) পুরানপাড়া গ্রামের আশ্রাফ আলীর পুত্র।
জানা যায় বন বিভাগের লটের জমানো ঘূর্ণিঝড়ে ভেঙ্গে পড়া ঝাউ গাছের টুকরা বিট অফিসে আনার জন্য গাড়িতে গাছ তুলতে যান স্থানীয় কয়েকজন শ্রমিক। যেখানে গাছের টুকরো গুলো রাখা হয়েছে স্থানটি কর্দমাক্ত হওয়ায় আরেক শ্রমিক গাছসহ পা পিছলে পড়ে গেলে গাছের বড় টুকরোটি এসে পেছনে থাকা মঈনুদ্দিনের মাথায় এসে পড়ে। ঘটনাস্থলে মঈনুদ্দিনের মাথা ফেটে মগজ বের হয়ে যায়। মুমূর্ষ অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। ৩ জুলাই নিজ এলাকায় মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।