সংবাদদাতা
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যহাতির আকস্মিক তান্ডবে ৪টি বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাতির পদপিষ্ঠ হয়ে গাছ পালা ও ফসলি জমি নষ্ট হয়েছে। তবে, হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার ভোরে ইউনিয়নের ঘোনার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘোনার পাড়ার হতদরিদ্র মোঃ নুরুল অালম (নুরু), মোঃ জাফর অালম, নুর হুছাইন ও মোঃ জমিরের এর বসতভিটির সৃজিত কলাগাছসহ নানা প্রজাতির ফলদ বনজ গাছ খেয়ে সাবাড় করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন হাতি তাড়াতে এগিয়ে গেলে বন্যহাতির দল মোঃ নুরুর মাটির কুড়েঁ ঘরে ধাক্কা দিয়ে দেওয়াল ফেলে দেয়।এতে মাটি চাপা পড়লে হাতির পদপিষ্ঠ করে ঘরের অাসবাবপত্র ভাংচুর হয়। হাতির উপস্থিতি টের পেয়ে লোকজন অাগে থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ায় তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।