সংবাদ বিজ্ঞপ্তি
শহরের মধ্যম নুনিয়াছড়ার মরহুম আলহাজ্ব জালাল আহমদ পেশকার দ্বিতীয় পুত্র বিশিষ্ট শিক্ষক মুক্তিযোদ্ধা আবু জাফর প্রকাশ জাফর মাস্টার (৬৯) রবিবার ভোর রাতে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্নালিল্লহি………রাজেউন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েস ছিল।
একইদিন বাদে জোহর নুনিয়াছড়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে মধ্যম নুনিয়াছড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। ইমামতি করেন মরহুমের ছোট ভাই।
জানাযা পূর্ব বক্তব্য রাখেন, সমাজ কমিটির সভাপতি শফিকুর রহমান কোম্পানি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা শাহাহদ হোসাইন আল কাদেরী, মরহুমের ভাই মুক্তিযোদ্ধা আবু তালেব ও মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল, ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জয়বাংলাবাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীসহ রাজনীতিবিদ, সমাজকর্মী ও জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
এদিকে পৃথক বিবৃতিতে আবু জাফর মাষ্টারের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।