প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলার অনুমোদনক্রমে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম ও সাধারন সম্পাদক নুর হোসেন এক বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আমজাদ হোসেন খোকনকে সাময়িক ভাবে বহিস্কার করে। সে সাথে স্থায়ী ভাবে কেন বহিস্কার করা হবেনা তাহা আগামী দশ দিনের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংগঠনের যুগ্ন সম্পাদক মোঃ ইউনুচকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয়েছে। কক্সবাজার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নীতিশ বড়ুয়া প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।