বিদেশ ডেস্ক:
মেক্সিকোরে উত্তর-পশ্চিমাঞ্চলে এক বন্দুকযুদ্ধে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মেক্সিকোর পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের অফিস জানায়, মাজাতারেন হাইওয়েতে বন্দুকধারীরা তাদের উপর গুলি শুরু করলে জবাব দেয় পুলিশ। সেই বন্দুকযুদ্ধে নিহত হয় ১৯ জন।
রাজ্যের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনারো রবেলস ক্যাসিলাস শনিবার বলেন, ‘মাদকচক্রগুলো ওই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা ঘটায়। পুলিশ ফেডারেল বাহিনীর সহযোগিতায় তাদের দমন করে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১৭ বন্দুকধারী নিহত হয়। আর বাকি দুইজন কাছাকাছি এক এলাকায় গিয়ে মাথার আঘাতে মারা যান।
ঘটনাস্থল থেকে ১৬টি স্বয়ংক্রিয় রাইফেল, নয়টি হ্যান্ডগান ও একটি শটগান উদ্ধার করা হয়েছে। মেক্সিকোর এই অঞ্চলেই সবচেয়ে বেশি মাদকযুদ্ধ চলে। এখানেই সিনালোয়া চক্রের আধিপত্য।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।