এম.জিয়াবুল হক,চকরিয়া
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র আইনে দায়ের করা মামলার ১৭বছরের সাজাপ্রাপ্ত আসামি জামাল উদ্দিনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে থানার এসআই সুকান্ত চৌধুরীসহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুটাখালী থেকে ওই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি জামাল উদ্দিন উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) সুকান্ত চৌধুরী বলেন, ২০০২ সালের একটি অস্ত্র মামলার দুটি দুই অভিযোগের প্রেক্ষিতে আদালত আসামি জামাল উদ্দিনকে ১০বছর ও সাতবছরসহ মোট ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের রায়ের পর থেকে আসামি জামাল পলাতক ছিলেন। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আসামি জামাল বাড়ি আসার খবর পেয়ে কয়েকদিন ধরে তাঁরা গতিবিধি লক্ষ্য করা হয়। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।#
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।