সেলিম উদ্দিন, ঈদগাঁও
চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। ৩০ জুন শুক্রবার দুপুর ২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তত্তার ব্রীজ নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা। এতে আহতরা হলেন বর্ণিত ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের অলি আহমদের পুত্র মোটর সাইকেল চালক হেডম্যান ছৈয়দুল হক (৪১) ও একই এলাকার মৃত মনিরুজ্জামানের পুত্র হেডম্যান নুরুল আলম (৫০)। তাদেরকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ দূর্ঘটনাস্থল থেকে কার ও মোটর সাইকেল জব্দ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হেডম্যান ছৈয়দুল হক ঐসময় মোটর সাইকেল চালিয়ে তত্তারব্রীজ নামক এলাকায় পৌছলে চকরিয়ামূখী দ্রুতগামী প্রাইভেট কার এসময় তাদেরকে ধাক্কা দেয়। সাথে সাথে মোটর সাইকেল চালক ও আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে হেডম্যান ছৈয়দুল হকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি রুহুল আমিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়ি দুটি জব্দ করেছেন বলে জানায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।