হেলাল উদ্দিন:
গুরুতর অসুস্থ উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামে ম্যাক্স হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা প্রেরন করা হয়। এসময় সার্বক্ষনিক সাথে ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি।
উল্লেখ্য, গত ২৮ জুন হামিদুল হক চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ম্যাক্স হাসপাতালে আইসিইউতে রাখা হয়। দুই দিন পর্যবেক্ষণে রাখার পর অবস্থার উন্নতি হলে তাকে আজ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।