জালাল আহমদ,পেকুয়া থেকে: পেকুয়া উপজেলার শিল খালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  পূর্ব শিলখালী পেঠান মাতবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ( 9 No- ward,shil khali)  এর উদ্যোগে গতকাল  ঈদুল ফিতর পরবর্তী  এক ঈদ পু্নর্মিলনী  অনুষ্ঠান এবং শিক্ষা  উন্নয়নমূলক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাসিয়া খালী ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সিনিয়র অধ্যাপক মওলানা  ইদ্রিস চকোরীর সভাপতিত্বে এবং মো: আমিনুল  ইসলামের পরিচালনায়  এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম এশিয়ান  আবাসিক স্কুল  এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো: জাহেদুল হাসান বলেন, এলাকার আর্থ সামাজিক  উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।এই এলাকাকে এগিয়ে নিতে হলে শিক্ষিত তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।সামাজিক  কর্মকান্ডে শিক্ষিত তরুণ সমাজকে ভূমিকা রাখতে হবে।তাহলে দেশ,জাতি ও সমাজ কে এগিয়ে যাবে। এ সময় বক্তব্য  রাখেন রূপালী  ব্যাংকের সিনিয়র  কর্মকর্তা  মনিরুল ইসলাম,প্রভাষক হেফাজুর রহমান বাবর,মাস্টার  রুহুল কাদের,বার্জার পেইন্টস এর সিনিয়র  অফিসার জুবাইর  উদ্দিন,আবদুস সামাদ এম ইউপি এবং মাস্টার  এরশাদুর রহমান।অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রায়হান,মামুন,সালাহ উদ্দিন,মাহবুব, শাহাদাত,রমজান,মিজান,রহিম,আবু শাহাদত  ছোটন, তোফাইল,তাশফিক,ইব্রাহিম, মানিক  প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগঠন কর্তৃক আয়োজিত  কুইজ
প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়।