শাহীনশাহ, টেকনাফ :

টেকনাফের হ্নীলা জাদিমোরা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ হাজার ইয়বাসহ এক যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবক হ্নীলা নয়াপাড়া এলাকার মীর কাশেমের ছেলে শাহাবুদ্দিন (২৬)। ২৮ জুন গভীর রাতে গোপন সংবাদর ভিত্তিতে দমদমিয়া বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে হ্নীলা ইউপিস্থ জাদিমোরা বরাবর নাফ নদীর কিনারা দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। ওই স্থানে গমন করে নাফ নদীর কিনারায় অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। এই সময় টহল দল ৬ জন লোককে আসতে দেখে সন্দেহ হওয়াই তাদের চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই বর্ণিত ব্যক্তিগণ তাদের হাতে থাকা ১ টি ব্যাগসহ দ্রুত দৌঁড়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে টহলদল অক্লান্ত পরিশ্রম করে শাহাবুদ্দীন নামক ইয়াবা পাচারকারীকে ১ টি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। অন্যান্য আসামীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক ব্যক্তিদের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট হতে প্রাপ্ত ব্যাগটি তল্লাশী করে ২৯,৯১,০০০/- (উনত্রিশ লক্ষ একানব্বই হাজার) টাকা মূল্যমানের ৯,৯৭০ (নয় হাজার নয়শত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে

হ্নীলা ইউনিয়নের নয়াপড়া এলাকার বাদশা মিয়ার ছেলে রেজাউল করিম (১৮), মোঃ নুর (২০), নুরুল ইসলামের ছেলে মোঃ সালাম (৩০), লম্বা মৌলবীর ছেলে মোস্তফা কামাল (৩৫) মোঃ ইউনুছ (৩৫)। ২ বিজিবির অধিনায়ক লে, কর্ণেল এস এম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার দায়ে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।